সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধন করেছে। এই সংশোধনীর মাধ্যমে ইতিমধ্যে রহিত করা ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়েরকৃত সব মামলা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। এ জন্য সাইবার সুরক্ষা অধ্যাদেশে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাবেন। শুক্রবার (১০ অক্টোবর) আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি তাঁর পোস্টে লেখেন, গতকাল উপদেষ্টা পরিষদের সভায় ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা (স্পিচ অফেন্স) বাতিল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাচ্ছেন। বৃহস্পতিবার...