১০ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পিএম মৃত্যুর ১৮ দিন পর সংযুক্ত আরব আমিরাত থেকে জুলাই যোদ্ধা আবদুল হামিদের মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ-আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আনা হয় তার মরদেহ। জুলাই আন্দোলনের উত্তাল সময়ে ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতের নানা রাজ্যে আন্দোলনে ২’শোর বেশি বাংলাদেশি আটক হয়। এদের মধ্যে গত ২২ সেপ্টেম্বর আল সদর কারাগারে মারা যান চট্টগ্রামের রাউজানপর বাসিন্দা জুলাই যোদ্ধা আবদুল হামিদ। মৃত্যুর ১৮ দিন পর শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে আবদুল হামিদ-এর মরদেহ কফিনে করে আনা হয় চট্টগ্রামে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। দাবি জানান পরিবারকে সহায়তার। হামিদের স্ত্রী ও ছেলের চাওয়া, তাদের পরিবারের দায়িত্ব...