নারী উদ্যোক্তার খামার পরিদর্শন করেন ড. জিয়াউদ্দিন হায়দার NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঝালকাঠি:ঝালকাঠির রাজাপুর উপজেলার প্রত্যন্ত গ্রামে বসে দৃষ্টান্ত স্থাপন করেছেন নারী উদ্যোক্তা সৈয়দ মাফুজা রুনা। ১৮টি অস্ট্রেলিয়ান জাতের গাভী নিয়ে গড়ে তুলেছেন আধুনিক দুগ্ধ খামার। প্রতিদিন প্রায় ১৩০ লিটার দুধ উৎপাদন হচ্ছে এই খামারে, যা বিক্রি করে মাসে আয় করছেন দুই লাখ টাকারও বেশি। কিছুদিন আগেও সংসারের টানাপোড়েনে ছিলেন মাফুজা রুনা। তবে দৃঢ় ইচ্ছাশক্তি, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে আজ তিনি হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা।বর্তমানে তার খামারে তিনজন কর্মী স্থায়ীভাবে কাজ করছেন। সম্প্রতি তার উদ্যোক্তা জীবনের অনুপ্রেরণামূলক গল্প টিভি চ্যানেলে প্রচারিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সেই সংবাদ দেখে শুক্রবার (১০ অক্টোবর) সকালে তার খামার পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড....