ভারত আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করছে। শুক্রবার (১০ অক্টোবর) ভারত ঘোষণা করেছে, ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর কাবুলে বন্ধ করে দেওয়া দূতাবাস পুনরায় চালু করা হবে। এই সিদ্ধান্তকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন তালেবান সরকারের জন্য একটি বড় কূটনৈতিক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর ভারত তার দূতাবাস বন্ধ করে দেয়। তবে ২০২২ সালে একটি ছোট মিশন চালু করে, যার মূল লক্ষ্য ছিল বাণিজ্য, চিকিৎসা সহায়তা ও মানবিক কার্যক্রম পরিচালনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং আফগানিস্তানের তালেবান প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কির মধ্যে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ২০২১ সালের পর প্রথমবারের মতো কোনো তালেবান নেতার ভারত সফর। মুতাক্কি বর্তমানে ছয় দিনের সফরে ভারতে আছেন, জাতিসংঘের আরোপিত ভ্রমণ...