সম্প্রতি পিজি হাসপাতাল প্রাঙ্গণে ঘটে যাওয়া একটি বিচ্ছিন্ন ঘটনায় আনসার সদস্যদের ভূমিকা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবী করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এছাড়া বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সংবাদমাধ্যমে এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন বাহিনী। শুক্রবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় হাসপাতালের ক্যান্সার ভবনে আল্ট্রাসনোগ্রাম সেবা নিতে আসা রোগীদের মধ্যে দৈনিক সীমা পূর্ণ হওয়ার কারণে ছোটখাটো বাগবিতণ্ডা সৃষ্টি হয়। দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে পৃথক করেন। এরপর হাসপাতালের রেজিস্ট্রার কক্ষে অনধিকার প্রবেশ করে দুই ব্যক্তি উত্তেজনাপূর্ণ আচরণ শুরু করেন। আনসার সদস্যরা মব...