গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন (৬১) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোয়ালমারী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি রাজধানী ঢাকার দারুসসালাম থানার মিরপুর-১ খালেক পাম্প সংলগ্ন দারুসসালাম টাওয়ারে বসবাস করে আসছিলেন।অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তিসহ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।একটি ওয়ালটন ফ্রিজের পূরাতন কার্টুনের ভিতরে বিশেষ কৌশলে কালো রংয়ের বিষ্ণু মূর্তিটি সংরক্ষণ করা হয়েছিল। মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি, ওজন প্রায় ১৬৫ কেজি। মূর্তিটি বিভিন্ন ব্যক্তির হাত বদলের মাধ্যমে দেশের বাইরে পাচারের চেষ্টা চলছিল। সর্বশেষ আমিনবাজারের এক ব্যক্তির কাছ থেকে দেলোয়ারের কাছে এসেছে।তিনি আরও জানান, উদ্ধারকৃত মূর্তিটির বাজার মূল্য আনুমানিক এক কোটি বিশ লক্ষ টাকা বলে জানা যায়। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ...