বিগত কয়েক বছর ধরে যোগাযোগ বা মেসেজ পাঠানোর ক্ষেত্রে কমবেশি সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। বিশ্বজুড়ে এই অ্যাপ্লিকেশন বহুল প্রচলিত। ভারতেও হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা কয়েকশো কোটির কাছে। যাঁরা দিনরাত এই অ্যাপ ব্যবহার করে চলেছেন। অনেকেই এটা জানেন না যে সামান্য ভুল করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। কেন এমনটা হয়, বিস্তারিত জেনে নেওয়া যাক। কেউ যদি হোয়াটসঅ্যাপ চালানোর সময় তৃতীয় পক্ষের বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন, তা হলে কোম্পানি সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। জিবি হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ প্লাস ও হোয়াটসঅ্যাপ ডেল্টার মতো অ্যাপে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ। অন্য কোনও ব্যক্তির নম্বরের তথ্য দিয়ে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা হয়, তা হলে কোম্পানি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এই ধরনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা হলে, সেই অ্যাকাউন্টটি স্থায়ীভাবে...