তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচনে তিনি যতগুলো ভোট পাবেন, ঠিক ততগুলো গাছ উপহার দেবেন মানুষকে। পরিবেশ সচেতন এই প্রার্থীর এমন উদ্যোগ এরই মধ্যে ক্যাম্পাসে আলোড়ন সৃষ্টি করেছে। নির্বাহী সদস্য পদে তার ব্যালট নং ৩৩। প্রার্থীর এই অভিনব প্রতিশ্রুতির মূল উদ্দেশ্য—পরিবেশ সুরক্ষা এবং ভোটারদের প্রতি তার ভালোবাসা প্রকাশ করা।এ বিষয়ে মো. আরিফুল ইসলাম বলেন, আমি বিশ্বাস করি, প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা থাকা জরুরি। একটি গাছ শুধু পরিবেশকেই শীতল করে না, এটি ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। রাকসু নির্বাচনে যারা আমাকে ভালোবেসে ভোট দেবেন, তাদের প্রতি এটি হবে আমার বিশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমি যতগুলো ভোট পাবো, ঠিক ততগুলো চারা গাছ উপহার দেব। এটি হবে আমার পক্ষ থেকে ক্যাম্পাসের প্রতি একটি সবুজ অঙ্গীকার। আরিফুল ইসলামের এই ঘোষণা অন্যান্য প্রার্থীর নির্বাচনী প্রচারণার মধ্যে একটি ভিন্ন...