১০ অক্টোবর ২০২৫, ০৫:১৮ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পিএম ৬ অক্টোবর সন্ধ্যা। প্রায় ৬,০০০ গেরুয়া শাল পরিহিত উগ্র হিন্দুত্ববাদী পুরুষ বিশাল বাঁশের লাঠি নিয়ে ওড়িশার কটকের একটি মুসলিম অধ্যুষিত এলাকায় জড়ো হয়। তারা দারগা বাজারে হামলা চালায় এবং দোকান ও যানবাহন সহ জনসম্পত্তি ভাঙচুর শুরু করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, একদিন আগেও যে রাস্তা লোকেদের কেনাকাটা, দোকানগুলোতে খাওয়া-দাওয়া এবং সন্ধ্যা উপভোগের কোলাহলে মুখরিত ছিল, সেখানে উন্মত্ত জনতার করা ক্ষতির পরিমাণ কতোটা। দি অবজারভার পোস্ট বেশ কয়েকজন স্থানীয় লোকের সাথে যোগাযোগ করেছে, যারা এই সাম্প্রদায়িক উত্তেজনার কারণ ব্যাখ্যা করেছেন। তারা অভিযোগ করেন, দুই দিন আগে একটি দুর্গাপ্রতিমা বিসর্জন শোভাযাত্রা হয়েছিল। শোভাযাত্রা চলাকালীন শনিবার হিন্দুরা দরগার ঠিক সামনে উচ্চস্বরে ডিজে বাজায়। তাদের মধ্যে কেউ কেউ একজন...