নোয়াখালীর সোনাইমুড়ী বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন ভূমি অফিসের যাতায়াতের রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষায় কাদা-পানিতে কর্দমাক্ত হয়ে পড়ছে। ফলে পায়ে হেঁটে বিদ্যালয়ে যাওয়া হয়ে উঠছে শিক্ষার্থীদের জন্য দুঃসাধ্য। স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা জানান, নোয়াখালী- ঢাকা মহাসড়ক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে বজরা শাহী মসজিদ হয়ে ভাঙা ও কাঁচা রাস্তায় প্রতিদিন হেঁটে বিদ্যালয়ে আসতে গিয়ে শিশুরা প্রায়ই পিছলে পড়ে আহত হয়। এতে অনেকেই ভয়ে স্কুলে যাওয়া কমিয়ে দিয়েছে, যার ফলে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে উপস্থিতিও কমে গেছে। অপরদিকে উপজেলার বজরা ইউনিয়ন ভূমি অফিসে যাতায়াতের পথও এ রাস্তাটি। জমির মালিকরা সেবা নিতে ভূমি অফিসে যেতে হিমশিম পোহাতে হয়। স্থানীয়রা মনে করেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে এই সমস্যা...