মানবজাতির অংশ হয়েও মানুষের কল্যাণে কিছু করতে না পারা ব্যক্তির জন্যে বিরাট এক ব্যর্থতা। মানুষের উপকার করার জন্যে শুধু সদিচ্ছাই যথেষ্ট। উদ্যোগ গ্রহণ করলে একটা না একটা উপায় হয়েই যায়। এটা ঠিক যে মানুষের উপকার করার জন্য অর্থের প্রয়োজন। সবার সে সামর্থ্য থাকে না। কিন্তু চোখকান খোলা রাখলেই আমরা দেখতে ও শুনতে পাবো আমাদের চারপাশেই এমন দরিদ্র ও অভাবি মানুষ আছেন যারা সময় দিয়ে, ‘গায়ে খেটে’ মানুষের সেবায় নিয়োজিত হন। তার মানে হলো সর্বক্ষেত্রে মানবকল্যাণের জন্য অর্থেরও প্রয়োজন পড়ে না। তবে বৃহত্তর মানবকল্যাণের জন্য টাকার প্রয়োজন। সেক্ষত্রে বিত্তশালীদের প্রসঙ্গই সবার আগে চলে আসে। বড় পরিধিতে মানবসেবা করতে গেলে তা সমাজসেবার অংশ হয়। বলাবাহুল্য মানুষ নিয়েই তো সমাজ। কিন্তু পরিতাপের বিষয় হলো সমাজ সেবাকেও এক শ্রেণির মানুষ সামাজিক ব্যবসায় পরিণত করেছে।...