ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের চলমান নিষেধাজ্ঞার সাতদিনে মেঘনা নদীর ইলিশের অভ্যায়াশ্রম হিসেবে চিহ্নিত বরিশালের হিজলা উপজেলা থেকে ১২৮ জন জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন-নিষেধাজ্ঞার শুরু থেকে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, থানা ও নৌ-পুলিশের সদস্যদের নিয়ে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এরমধ্যে গত ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর ভোর পর্যন্ত সাতদিনে মেঘনার নদীর হিজলা উপজেলা থেকে ১২৮ জন জেলকে আটক করা হয়েছে। সর্বশেষ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ৩৬ জন অসাধু জেলেকে আটক করা হয়। সিনিয়র মৎস্য অফিসার আরও জানিয়েছেন-আটক জেলেদের মধ্যে ৯৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, ২১ জনকে জরিমানা ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৮ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও...