টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলার আসামি মিঠুন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব ১৪ এর সদস্যরা। বুধবার (৮ অক্টোবর) বিকেলে মিঠুনকে কালিহাতী উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর কাওছার বাঁধন গ্রেপ্তারের তথ্য জানান।আরো পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিকযশোরে প্রতিবেশীর হামলায় নারী-শিশুসহ আহত ৪ ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কোম্পানী কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ১১টায় টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল যাচ্ছিল। এই মিছিলে পিস্তল, শর্টগান এবং দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এ হামলায় আহত লাল মিয়া (৩০)...