নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে হাফেজ রনি (১৬) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার ভোর ৫টায় কেন্দুয়া পৌরসভার দিগদাইর জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদরাসায়। নিহত হাফেজ রনি উপজেলার হারুলিয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে। তিনি বাবা-মায়ের তৃতীয় সন্তান। মাদরাসা, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, হাফেজ রনি দিগদাইর জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদরাসার ছাত্র এবং এই মাদরাসা থেকে ২৯ পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন। ভোর ৫টায় ঘুম থেকে উঠে নামাজের ওজু করার জন্য বের হওয়ার সময় তিনি বাইরে পাইপের বাল্ব জালানোর জন্য পাইপে লাগানো সুইচ অন করতে গেলে বিদ্যুতায়িত হন। পরে তাকে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য...