এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে নাটকীয় ম্যাচে শেষ মুহূর্তে হেরে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৩-৪ ব্যবধানে পরাজিত হন হামজা-শমিতরা। এই হারের পর আবারও সমালোচনার মুখে পড়েছেন দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের কাছে যখন কোচের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বিষয়টি এড়িয়ে যান। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাবিথ বলেন, এখন এসব নিয়ে মন্তব্যের সময় না। মাত্রই ম্যাচটা শেষ করেছি। অবশ্যই ম্যাচ-পরবর্তী একটি ব্রিফিং হবে, তখন বিস্তারিত কথা বলব। তবে হংকংয়ের বিপক্ষে পরাজয়েও দলের পারফরম্যান্সে ইতিবাচক দিক দেখছেন বাফুফে সভাপতি। তার মতে, পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে আসা দলের মানসিক দৃঢ়তা ও উন্নতির প্রতীক। তাবিথ বলেন, আমি দর্শকের...