কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে তীব্র রোদ ও ভ্যাপসা গরমে ভরদুপুরে থানা পর্যায়ের আন্তঃস্কুল বিভাগের ছাত্রীদের ফুটবল খেলায় অংশ নিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন ৩ নারী ফুটবলার। তারা সকলেই শিক্ষার্থী। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তরা হলেন, প্রিয়া (১৪), মীম (১৪) ও আফরোজা (১৪)। তারা কুষ্টিয়া সদর উপজেলার লক্ষিপুর হাসানবাগ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে তিন নারী ফুটবলার স্টেডিয়ামে ফুটবল খেলায় অংশ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রচন্ড গরমে ঘেমে তাদের ডিহাইড্রেশন হয়েছে। এছাড়া তাদের শরীরে পুষ্টিহীনতাও রয়েছে। খেলা পরিচালনায় কর্তব্যরত সেন্টু মোল্লা, হারুন, শিশির ও আকরাম রেফারিগন জানান, ‘জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলার স্কুল শিক্ষার্থীদের আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা ছিল...