নোবেল শান্তি পুরস্কারের স্বপ্নটা এবারও পূরণ হলো না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শেষ এক বছরে বিশ্বজুড়ে একাধিক সংঘাত রুখে দিয়েছেন, এমন দাবি করে নিজেকে নোবেলের দাবিদার হিসেবে ঘোষণা করে আসছিলেন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসা এই রাজনীতিক। এ বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মাচাদোর নিরলস কাজ ও দেশটিতে একনায়কতন্ত্র থেকে ন্যায্য ও শান্তিপূর্ণ পরিবর্তনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছেন। তিনি মনে করেন, বিশ্বজুড়ে সংঘাত কমাতে তার ভূমিকা বড়। বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি বলেন, ‘তারা যা করবে, সেটা তাদের বিষয়। আমি একটাই কথা জানি—আমি এসব কিছু পুরস্কারের জন্য করিনি। আমি করেছি, কারণ আমি অনেক মানুষের জীবন বাঁচিয়েছি।’...