দেশজুড়ে ঘরে ঘরে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্ত বেশিরভাগ রোগীই জ্বরের সঙ্গে শরীরের জোড়ায় জোড়ায় তীব্র ব্যথা, মাথা ব্যথা ও চোখমুখ ফুলে যাওয়ার মতো উপসর্গে ভুগছেন। জ্বর কমে যাওয়ার পরও সপ্তাহের পর সপ্তাহ শরীরে ব্যথা থেকে যাচ্ছে। অনেক রোগীই বলছেন—এরআগে এমন জ্বরের অভিজ্ঞতা হয়নি তাদের। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফেসবুক স্ট্যাটাসে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী জানিয়েছেন, এসব উপসর্গের মূল কারণ হচ্ছে চিকুনগুনিয়া—যা ডেঙ্গুর মতোই এডিস মশার মাধ্যমে ছড়ায়। তার ভাষায়, ‘চিকুনগুনিয়া জ্বরে জোড়ায় জোড়ায় তীব্র ব্যথা হয়, রোগীর হাঁটা-চলা কষ্টকর হয়ে পড়ে। অনেকের চোখ-মুখ ফুলে যায়। জ্বর সেরে গেলেও হাড়ের জোড়ার ব্যথা কয়েক সপ্তাহ থেকে মাসব্যাপী থেকে যেতে পারে।’ ডা. লেলিন আরও জানান, এবছর দেশে জ্বরের বিস্তারের পেছনে মোট ছয়টি ভাইরাসজনিত কারণ রয়েছে। সেগুলো হলো—ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা, ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা,...