বিএনপির জনপ্রিয় প্রতীক ধানের শীষ নিয়ে টানাটাানি ও চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ধানের শীষ আটকে দেওয়ার চেষ্টা চলছে। কারণ ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ নিয়ে চাক্রান্তকারীরা চলে যেতে বাধ্য হবে।” এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যের জবাবে শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।আরো পড়ুন:ফখরুলের সঙ্গে জার্মানির নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎদেবী দুর্গা শক্তি ও সাহসের মূর্ত প্রতীক: মির্জা ফখরুল দেবী দুর্গা শক্তি ও সাহসের মূর্ত প্রতীক: মির্জা ফখরুল স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জেহাদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন নব্বইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। এনসিপিকে শাপলা মার্কা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে- এমন বক্তব্যের সমালোচনা করে...