নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ শুক্রবার (১০ অক্টোবর) নিউ জিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন। তিনি অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। নিউ জিল্যান্ডের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। বাংলাদেশ আগের দুই ম্যাচের একটিতে জিতলেও নিউ জিল্যান্ডের মেয়েরা এখনো জয়ের মুখ দেখেনি।আরো পড়ুন:মায়ের দেশে দ্বিতীয় ম্যাচেই জয় পেলেন রস টেইলরঅভিষেক ঝড়ে খুলনা ফাইনালে টস জিতে সোফি জানান, এটি ব্যবহৃত উইকেট এবং তারা আগে ব্যাট করতে চায়। প্রথমে ভালো একটা স্কোর গড়ে তুলে এরপর বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করাই তাদের লক্ষ্য। তিনি স্বীকার করেন, অনেক কিছুই ইতিমধ্যে ঠিকঠাক চলছে। তবে মূল বিষয় হলো- এই ধারাবাহিকতা দীর্ঘ সময় ধরে ধরে রাখা এবং এমন জুটিগুলো গড়ে...