শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় স্থানীয় একটি মসজিদের ইমাম তার লোকজন নিয়ে এক কৃষকের ঘরসহ মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধ ও বৃহস্পতিবার জেলার নালিতাবাড়ী উপজেলার জামিরাকান্দা গ্রামে এ ঘটনা হয়। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার জামিরাকান্দা গ্রামের কৃষক সোহেল মিয়ার স্ত্রী রিতা বেগম প্রতিমাসে ১০ শতাংশ সুদে এক লাখ টাকা ঋণ নেন পার্শ্ববর্তী বাড়ির আমানুল্লাহ মুন্সির কাছ থেকে। আমানুল্লাহ মুন্সি পাঁচগাও বাজারে একটি জামে মসজিদের খতিব ও ইমাম। ঋণ গ্রহীতা নিয়মিত সুদের টাকা পরিশোধ করে আসছিলেন। কিছুদিন আগে আসল টাকার মধ্যে ৫০ হাজার পরিশোধ করেন। এরপরেও আরও ৮০ হাজার টাকা দাবি ওই দাদন ব্যবসায়ীর। দাবিকৃত ৮০ হাজার টাকা...