১০ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম ফিলিপিন্সের মিন্দানাও অঞ্চলের উপকূলে ৭ মাত্রার ওপরের ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করে। ফিলিপিন্সের ভূকম্পন সংস্থা জানিয়েছে, শুক্রবার সকালে আঘাত হানা প্রাথমিক ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এবং ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র এর মাত্রা ৭ দশমিক ৪ বলে জানিয়েছে। মিন্দানাও উপকূলে একের পর এক আফটারশক অনুভূত হয়েছে, যার মাত্রা ২ দশমিক ৬ থেকে ৪ দশমিক ৯ পর্যন্ত, বলে জানিয়েছে দেশটির ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স)। ফিলিপিন্সের ভূকম্পন সংস্থা "জীবনের জন্য হুমকি" হয়ে দাঁড়াতে পারে এমন উচ্চতার ঢেউসহ "ধ্বংসাত্মক সুনামির" সতর্কতা জারি করে। তবে ঘণ্টাখানেক পর ইউএস সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, সুনামি সর্তকতা তুলে নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষগুলো এ...