জানা যায়, ‘তবুও তুমি সীমান্তে’ নামে একটি নাটকে অভিনয় করছেন আরাফাত হোসাইন। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাকিব মির্জা। আর নায়িকা হিসেবে দেখা যাবে মায়া রহমানকে। পরিচালনা থেকে অভিনয়ে আসার প্রসঙ্গে আরাফাত হোসাইন বলেন, নাটক বা সিনেমা পরিচালনা আমার পেশা। আর অভিনয়টা বলতে পারেন নেশা। এই মুহুর্তে সিনেমার কাজটি বন্ধু আছে, তাই ভাবলাম একটু অভিনয় করে দেখি কেমন। ‘তবুও...