নির্মাতা’ হতে চেয়েছিলেন জিয়াউল হক পলাশ। সেই স্বপ্ন নিয়ে তার মিডিয়া যাত্রা শুরু হয়। নির্মাতা হতে পারলেও পলাশের সবচেয়ে বেশি পরিচিতি এনে দিয়েছে অভিনয়। নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ চরিত্র দিয়ে পলাশ পৃথিবীময় ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের কাছে পরিচিতি! পৃথিবীর যে দেশেই তিনি যান, সবখান থেকে কাবিলা চরিত্রের ভালোবাসা সিক্ত হন। অভিনয়ে ব্যস্ত সময় কাটালেও ঠিকঠাক নির্মাণের সুযোগ পেলে মিস করেন না পলাশ। যেমনটা সম্প্রতি করলেন না! এবার পলাশ ফ্রুট ডিংকস ‘ফ্রুটিকা’র একটি নতুন টিভিসি বানিয়েছেন। সম্প্রতি বিজ্ঞাপনটি প্রচারে এসেছে। এক মিনিটের এই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়াতে বেশ প্রশংসা পাচ্ছে। বিজ্ঞাপনটি পলাশ তার ফ্যান পেইজে পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, নির্মাতা হিসেবে নেটিজেনদের ভূয়সী প্রশংসা পাচ্ছেন পলাশ। পলাশ বলেন, আমি যেটাই বানাবো সেখানে যেন গল্প বলার সুযোগ...