সম্প্রতি দেশের রাজনীতিতে, আখের গোছানো ও সেফ এক্সিট প্রসঙ্গ নিয়ে চলছে বক্তব্য পাল্টা বক্তব্য। এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে গ্রহণ করে সেফ এক্সিট নেবার পরিকল্পনার অভিযোগ তোলেন। এর দুদিন পর সারজিস আলম এক বক্তব্যে বলেন, পৃথিবীতে সেফ এক্সিট নামের একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এ ছাড়া কোনো সেফ এক্সিট নেই। আপনি পৃথিবীর যে প্রান্তে যান, সেখানে বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে এই বক্তব্যের বিষয়ে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট...