ঢাকা: প্রয়াত সহকর্মীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সদস্যরা। ক্লাবের সভাপতি ও কবি হাসান হাফিজ বলেন, তাদের স্বপ্ন, আদর্শ, নিষ্ঠা ও ঐকান্তিকতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা তাদের পরম্পরা, তাদেরই ধারাবাহিকতা। আমাদের দায়িত্ব এই উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মে ছড়িয়ে দেওয়া।শুক্রবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।সভাপতি বলেন, আমরা তাদের হারিয়েছি, এটা আমাদের এক ধরনের অঙ্গহানি। আজ খুবই বেদনাদায়ক দিন, কিন্তু আমরা তাদের ভুলে যেতে পারি না। কারণ তাদের ভুলে যাওয়া মানে নিজেদের অস্তিত্ব অস্বীকার করা। মহান আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করুন এবং তাঁর সান্নিধ্য দান করুন।২০২৪ সালের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রয়াত হওয়া প্রেস ক্লাবের ২০ সদস্যকে এই স্মরণসভায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তারা...