বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে অযথা টানাটানির অভিযোগ তুলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন। অনুষ্ঠানের আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি সংসদ। > “ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি। তোমাদেরকে তোমাদের মার্কা দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তাহলে অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন?” তিনি আরও বলেন, “কিছু ব্যক্তি বা দল হুমকি দিচ্ছে, বলছে—অমুক মার্কা না দিলে নির্বাচনে যাব না। কিন্তু আমরা তো এমন কিছু বলিনি। তাহলে এই অযথা চাপ কেন?” ধানের শীষের জনপ্রিয়তা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, > “ধানের শীষ অপ্রতিরোধ্য, একে থামানো যায় না। গ্রামেগঞ্জে যেখানে যাবেন, একটাই...