বিশেষ প্রতিবেদকঃ৪৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকার কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়েছে। এবারের বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় আলোচিত ‘আয়নাঘর’ নিয়ে প্রশ্ন এসেছে। এ ছাড়াও জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়েও প্রশ্ন আসে। পরীক্ষায় ‘আবশ্যিক’ অংশে প্রশ্ন দেখা যায় সেট ২ এর ৭৪ নম্বরে ‘আয়নাঘর কী?’ প্রশ্ন করা হয়। সেট ৩ এর ২৫ নম্বর প্রশ্ন এটি। এই প্রশ্নের উত্তরের অপশনে রয়েছে, ক. ‘স্বচ্ছ কামরা’, খ. ‘পরিবেশবান্ধব কৃষিকাজ’, গ. ‘গোপন কারাগার’ এবং শেষের অপশনে আছে ‘একটি হলিউড মুভি’। শহীদ আবু সাঈদকে নিয়েও প্রশ্ন এসেছে এবারের বিসিএসে। তা হলো- বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? (ক) ঢাকা বিশ্ববিদ্যালয় (খ) রংপুর বিশ্ববিদ্যালয় (গ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (ঘ)...