১০ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পিএম সর্বসম্মত ভোটে পেরুর পার্লামেন্ট দিনা বলুয়ার্তেকে অভিশংসিত করার পর পেরুর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেসপ্রধান হোসে হেরি। শুক্রবার প্রথম প্রহরেই বিশ্বের এ মুহূর্তে অন্যতম অজনপ্রিয় নেতা বলুয়ার্তেকে দায়িত্ব থেকে অপসারণ করেন কংগ্রেস সদস্যরা। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই ‘নৈতিক অযোগ্যতার’ অভিযোগে প্রেসিডেন্টকে অপসারণে তৎপরতায় নামে বিভিন্ন রাজনৈতিক ব্লক। বুধবার পেরুর সেনাবাহিনীর আওতায় থাকা ভেন্যুতে কনসার্ট চলাকালে গুলির ঘটনায় দেশটিতে বেশ জনপ্রিয় কুম্বিয়া সঙ্গীতদল আগুয়া মারিনার কয়েকজন সদস্য আহত হওয়ার পর প্রেসিডেন্টকে অপসারণে এ ভোট হল। বলুয়ার্তের বিরুদ্ধে দুর্নীতি, বিলাসবহুল ঘড়ি সংক্রান্ত ‘রোলেক্সগেট’ কেলেঙ্কারি এবং ক্রমর্বধান অপরাধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ এনেছে একাধিক রাজনৈতিক দল। ২০১৬ সালের পর পেরুর সপ্তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া হেরি...