১০ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পিএম কুমিল্লার তিতাস উপজেলায় শাশুড়ি সফুরা বেগমকে(৮০) পানিতে চুবিয়ে হত্যা করেছে মেয়ের জামাই। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার শিবপুর গ্রামের দিলু সিকদারের বাড়িতে। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে গিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সফুরা বেগম এর ভাইয়ের ছেলে জামাল মিয়ার নিকট মেয়ে রহিমা আক্তারকে পারিবারিক ভাবে বিয়ে দেয়, তাদের দাম্পত্য জীবনে ২ ছেলে ও ১ বছরের মেয়ে রয়েছে। জামাল ও তার স্ত্রী রহিমার মধ্যে শুক্রবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক ৯ টায় পারিবারিক কলহ হয়।একপর্যায়ে জামাল তার স্ত্রী রহিমা ও মেয়ে মারিয়াকে মারধর করে আহত করে। তাদেরকে স্বজনরা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে,এই ফাকে...