‘ফ্যাসিবাদ-সহযোগী’ বিতর্কের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিতব্য সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজিত শরৎ উৎসব আপাতত স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে অনুষ্ঠান স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গত ১৯ বছর ধরে চারুকলার বকুলতলায় শরৎ উৎসব আয়োজন করে আসছে। এবছরও তারা যথাযথ নিয়ম মেনে অনুষদের অনুমতি নিয়ে আগামী ১০ অক্টোবর অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সূত্র আরো জানিয়েছে, শনিবার (১১ অক্টোবর) বিকেলে ডিনের কক্ষে এক যৌথ বৈঠকে অভিযোগের প্রকৃতি, এর রাজনৈতিক প্রভাব এবং অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। সেই বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হবে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব বকুলতলায় পুনরায় আয়োজনের অনুমতি দেওয়া...