ছবি: উপজেলার মামাখালী গ্রামের রাস্তা কাদায় জমে চলাচলে চরম ভোগান্তি। পাবনার চাটমোহর উপজেলার মামাখালী গ্রামের মানুষের নিত্যদিনের চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কাদা মাখা ভাঙা রাস্তা। বর্ষা মৌসুম এলেই এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বাইসাইকেল, মোটরসাইকেল কিংবা রিকশা, গাড়ি চলানো তো দূরের কথা, হাঁটাহাঁটি করাই দুঃসাধ্য। রাস্তাটির বেহাল দশা, চলাচলের অনুপযোগী হয়ে চরম ভোগান্তিতে হাজারো মানুষ। সরাসরি দেখা যায়, গ্রামে পা ফেলতে হয় কাদা-পানির রাস্তায়। স্কুলগামী শিক্ষার্থীদের প্রতিদিন কাদার ভেতর দিয়ে হেঁটে যেতে হয়। হাঁট বাজার উপজেলা সদরে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে গিয়ে চরম বিপাকে পড়েন পরিবারগুলো। কৃষকরা মাঠ থেকে ফসল আনতে ও তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে পারেন না ঠিকমতো, ফলে ক্ষতির মুখে পড়ছেন গ্রামবাসী। উপজেলার ছাইকোলা ও নিমাইচড়া দুই ইউনিয়নের কিছু অংশ...