মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০-দফা শান্তি পরিকল্পনাটি ইসরায়েলের মন্ত্রিসভা অনুমোদন করার ফলে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পথ প্রশস্ত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাতের (যেখানে ৬৭,০০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন) অবসান ঘটাতে পারে। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক্স-বার্তায় "ইসরায়েলি জিম্মিদের মুক্তি সংক্রান্ত ফ্রেমওয়ার্কটি" অনুমোদনের খবর নিশ্চিত করেন, যদিও তিনি সরাসরি যুদ্ধবিরতির কথা উল্লেখ করেননি। তবে, নেতানিয়াহু সরকারের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন যে, মন্ত্রিসভার অনুমোদনের কারণে যুদ্ধবিরতি শুরু হতে আর কোনো বাধা নেই এবং এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর হবে। এই সমঝোতার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো, যুদ্ধবিরতির পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে গাজায়...