জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা মার্কা না দিলে ধানের শীষ প্রতীক বাতিল করতে হবে- দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এনসিপির উদ্দেশে তিনি বলেন, ‘ভাই, আমরা তো তোমাদের প্রতীকে কোনো বাধা দিইনি। কোন প্রতীক তোমাদের দেওয়া হবে, সেটি নির্বাচন কমিশনের বিষয়। তাহলে ধানের শীষ নিয়ে এই অযথা টানাটানি কেন?’শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দাবি করেন, ধানের শীষ অপ্রতিরোধ্য হিসেবে মানুষের সমর্থন পাচ্ছে এবং সারা দেশে এর স্লোগান উঠছে। তিনি বলেন, এ প্রতীককে থামানোর অপচেষ্টা চলছে। যদি ধানের শীষ বিজয়ী হয়, তাহলে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা পালিয়ে যেতে বাধ্য হবে।জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভীতিনি বলেন,...