টি-টুয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করে ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ছন্দহীনতায় পুরো ৫০ ওভারও খেলতে পারেনি টিম টাইগার্স। আফগানরা জয় তুলে নেয় ৫ উইকেটে। রশিদ খানদের চোখ আরেকটি সিরিজ জয়ে। বাংলাদেশ চায় ঘুরে দাঁড়াতে। সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শনিবার সন্ধ্যায় নামবে বাংলাদেশ। আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় খেলা গড়াবে। একদিকে বাংলাদেশের সিরিজে টিকে থাকার লড়াই, আর আফগানদের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের হাতছানি। সাদা বলের ক্রিকেটে ভালো সময় পার করছে না বাংলাদেশ। শেষ তিন সিরিজে টাইগারদের দেখতে হয়েছে হারের মুখ। শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যধানের সিরিজ হার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে হার। আরব আমিরাতে এরআগে আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ খোয়ায় বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজের হিসেবে আফগানদের বিপক্ষে হেড টু হেডে সমানে-সমান...