বিয়ে করতে যাচ্ছেন তামিল ও তেলুগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন। শোনা যাচ্ছে, খুব শিগগিরই তিনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। সিনেমার পর্দার পাশাপাশি ভক্তরা এবার আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাকে নববধূর সাজে দেখার জন্য। ৪২ বছর বয়সী এই অভিনেত্রী কখনোই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি, যদিও অতীতে তার নাম জড়িয়েছিল অভিনেতা থালাপতি বিজয় ও ব্যবসায়ী বরুণ মানিয়ানের সঙ্গে। তবে এবার শোনা যাচ্ছে, তৃষা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন। দ্য সিয়াসাত ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, তৃষা কৃষ্ণনের পরিবারের পক্ষ থেকে একটি নতুন সম্পর্কের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাত্র চণ্ডীগড়ের একজন ব্যবসায়ী, যিনি মূলত অস্ট্রেলিয়ায় নিজের ব্যবসা শুরু করে পরে তা ভারতে সম্প্রসারিত করেন। জানা গেছে, দুই পরিবার বহুদিন ধরেই একে অপরের...