পঞ্চগড়ের দেবীগঞ্জে সিজারিয়ান অপারেশনের পর কৃষ্ণা রানী (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ক্লিনিক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, চিকিৎসকের অনুপস্থিতি ও পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় নবজাতক জন্মের মাত্র ১২ ঘণ্টা পর মৃত্যুবরণ করেন তিনি। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতু টোলপয়েন্ট সংলগ্ন দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। কৃষ্ণা রানীর সিজারিয়ান অপারেশনটি সম্পন্ন করেন ডা. শিখা মনি। অপারেশনের পর থেকে তার শারীরিক জটিলতা দেখা দিলে রাত দুইটা পর্যন্ত ক্লিনিকে রাখা হয়। পরবর্তীতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে নীলফামারীতে শুক্রবার তার মৃত্যু হয়। মৃত কৃষ্ণা রানী দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের প্রেমবাজার এলাকার ধর্ম নারায়ণের স্ত্রী। চার বছর আগে তাদের বিয়ে হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, কৃষ্ণার আগে থেকে সামান্য শ্বাসকষ্টের সমস্যা থাকলেও গর্ভাবস্থায়...