চলমান উচ্চমূল্যের সবজির বাজারে যখন সাধারণ মানুষ হাসফাস করছে বাজার করতে, কেনাকাটা করতে পারছে না হাত খুলে, এমন পরিস্থিতির মধ্যে আজও সবজির দাম চড়া রয়েছে। হাতেগোনা কয়েকটি বাদে সব সবজির দাম প্রতি কেজি ৮০ টাকার ওপরে। আবার যেসব সবজির দাম কিছুটা কমেছিল, সেগুলোর মধ্যে বেশ কয়েকটি সবজির দাম নতুন করে বেড়েছে। তবে হুট করেই বেড়ে যাওয়া কাঁচামরিচের দাম আজ অনেকটাই কমেছে। অপরদিকে বেড়ে গেছে মুরগির মাংসের দাম। শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচাবাজার সরেজমিনে ঘুরে দেখা যায় আজকের বাজারের এই চিত্র। আকাশছোঁয়া সবজির দামের কারণে বাজারে স্বস্তি ফিরছে না। স্বল্প আয়ের মানুষেরা হাসফাস করছেন। প্রতিনিয়তই তাদের মেলাতে হচ্ছে নিজেদের আয়-ব্যয়ের হিসাব। বর্তমান বাজার পরিস্থিতি এভাবেই ক্রেতাদের চড়াও হয়েছে। বাজার করতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী আজমল হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে...