শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়ে টানা দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে, যা পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে দেয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর হাইস্কুল মাঠে ফুটবল খেলা নিয়ে দুর্গাপুর গ্রামের বড় বাড়ি ও মুন্সি বাড়ির যুবকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। রাতেই এ ঘটনার জেরে এক দফা সংঘর্ষ হয়, যা পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে। তবে পরদিন সকাল ৯টার দিকে উভয় পক্ষের শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন। আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও আশপাশের ক্লিনিকে ভর্তি হয়েছেন। সংঘর্ষের সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় এবং অন্তত তিনটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক ভীতি...