শুক্রবার (১০ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। নিহত লামিয়া আক্তার বর্ষা ছিলেন সরকারি বরিশাল কলেজের অনার্স শিক্ষার্থী ছিলেন। তিনি বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের স্বর্ণকার বেলায়েত খানের মেয়ে। প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। বিয়ের পর বর্ষা স্বামীর সঙ্গে বেলতলা এলাকার শ্বশুর শাহীনের বাড়িতে বসবাস করতেন। স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে অসুস্থতার খবর পেয়ে মেয়ের শ্বশুর বাড়িতে আসেন নিহত বর্ষার বাবা বেলায়েত খান। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। নিহত বর্ষার বাবা বেলায়েত খান বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন করতো শ্বশুর বাড়ির লোকজন। ঘটনার রাতে আমার মেয়ে অসুস্থ বলে খবর জানানো হয়। এরপর শ্বশুর বাড়ির গিয়ে দেখি খালি ঘরের একটি...