১০ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পিএম মিশরে তিন দিন ধরে পর্দার আড়ালে চলা নিবিড় আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরাইল এবং হামাস তার প্রস্তাবিত ২০-দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "এর অর্থ, সব জিম্মিকে খুব দ্রুত মুক্তি দেওয়া হবে। একইসাথে, একটি শক্তিশালী, টেকসই ও চিরস্থায়ী শান্তির পথে প্রথম পদক্ষেপ হিসেবে ইসরাইল তাদের সৈন্যদের একটি নির্দিষ্ট সীমানায় ফিরিয়ে আনবে।" তবে এই প্রথম ধাপের বিস্তারিত বিবরণ তিনি দেননি। এই সমঝোতা এমন এক সময়ে হলো, যখন ২০২৩ সালের ৭ই অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের চালানো হামলার দুই বছর দুই দিন পূর্ণ হয়েছে। ওই হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। এরপর ইসরাইল গাজায় ব্যাপক...