রাজধানীর মিরপুর বিহারী ক্যাম্প এলাকায় মসজিদের পাশে ফুটপাতে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণে মো. তামিম (১০) নামে এক শিশু আহত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিশুটির নানা মো. জামাল জাগো নিউজকে বলেন, আমার নাতি ওই এলাকায় একটি মাদরাসার শিশু শ্রেণিতে পড়ে। সকালে বিহারী ক্যাম্প এলাকার মসজিদে পাশে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় ময়লার স্তূপে কুড়িয়ে পাওয়া একটি ককটেল বিস্ফোরণে আহত হন। তার ডান হাতে ও পেটের ডান পাশে আঘাত লেগেছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন। ঢামেক হাসপাতাল...