কেউ যখন সংকটকে পরাজয় হিসেবে দেখে, কেউ তখন সেই সংকটকেই রূপ দেয় সম্ভাবনায়। তেমনই একজন সাহসী তরুণীর নাম আদিবা জেরিন।দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা আদিবা জেরিন বাবার টানপড়নের সংসারকে গতিশীল করার জন্য ঘরে বসেই শুরু করে অনলাইন কেক ব্যবসা,যা এখন তার স্বাবলম্বিতার বড় মাধ্যম। মাসে তিনি কেক বিক্রি করে আয় করছেন প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা, আর এই আয় দিয়েই সামলাচ্ছেন নিজের পড়াশোনা,ছোট ভাই বোনের সংসার ও ভবিষ্যতের স্বপ্ন। করোনার মধ্যেই শুরু আত্মনির্ভরতার যাত্রা ২০২০ সালে। দেশজুড়ে করোনা মহামারির প্রভাবে থমকে গিয়েছিলো স্বাভাবিক জীবন। বন্ধ হয়ে গিয়েছিল শিক্ষাপ্রতিষ্ঠান, সীমাবদ্ধ হয়ে পড়েছিল কর্মসংস্থান। ঠিক এমন সময়েই আদিবা নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন। ঘরে বসে রান্নার প্রতি আগ্রহ থেকে তিনি কেক বানানো শুরু করেন, এবং এরপরই ফেসবুকে একটি পেজ খুলে কেক বিক্রি...