ভারতের বিখ্যাত নির্মাতা এস. এস. রাজামৌলি। তার জন্মদিনে জেন-জেডের চোখে ২০০৯ সালের ফ্যান্টাসি ড্রামা ‘মাগাধীরা’র একটি প্রতিক্রিয়া প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। যে সিনেমায় অভিনয় করেছেন রাম চরণ ও কাজল আগারওয়াল। ২০০৯ সালে মুক্তির সময় ছবিটি ছিল তেলুগু সিনেমার জন্য এক বড় মোড় পরিবর্তনের মুহূর্ত! প্রথম ১০০ কোটির ক্লাব- স্পর্শ করা ছবি এটি। তবে ২০২৫ সালে এসে এই ছবিটিকে যখন একজন জেন-জেড দেখেন, তখন তার প্রতিক্রিয়া কেমন হতে পারে- সেটাই এই লেখাতে উঠে এসেছে। ‘মাগাধীরা’ নিয়ে প্রতিক্রিয়ায় একজন জেন-জেড বলছেন, ‘মাগাধীরা’ দেখতে গিয়ে মনে হলো যেন এক অবাস্তব ও অতিনাটকীয় ফ্যান্টাসির জগতে ঢুকে পড়েছি। ছবির শুরুর দৃশ্যেই মন ভেঙে যায়। পাহাড় থেকে কাজল আগারওয়ালের চরিত্র প্রিন্সেস মিত্রাবিন্দার পড়ে যাওয়া দৃশ্যটি এতটাই কৃত্রিম যে মনে হয় সময়টা যেন ৯০-এর দশক! ভিএফএক্স ও...