দেশে ন্যায়, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয়ে জুলাই সনদের আইনভিত্তিক বাস্তবায়ন এবং প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির নির্বাচনের দাবি জানিয়েছেন গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, তুরস্কের গাজী ইউনিভার্সিটির অধ্যাপক ড. হাফিজুর রহমান। তিনি বলেছেন, গাজীপুর-৬ আসন হবে ন্যায়ভিত্তিক রাজনীতির দৃষ্টান্ত। জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের অগ্রদূত হবে জামায়াতে ইসলামী।শুক্রবার সকালে টঙ্গীতে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক ঐতিহাসিক গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. হাফিজুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের দোরগোড়ায় পৌঁছাতে অবিরাম কাজ করে যাচ্ছে। পরিবর্তনের এই জোয়ারে তরুণ সমাজকে ইসলামী মূল্যবোধ, সুশাসন ও জবাবদিহির চেতনায় উজ্জীবিত করতে হবে। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে ঘুষ ও দুর্নীতি নির্মূল করে দেশকে বিশ্ব দরবারে মর্যাদাবান ও বীরোচিত জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে...