রাজধানী মোহাম্মদপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল চেষ্টা কালে জুনায়েদ সরদার(২১) ও মো. শয়ন(২০) নামে দুইজনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। শুক্রবার জুম্মার নামাজের সময় রাপা প্লাজা এলাকায় মিছিল করার চেষ্টা কালে হাতেনাতে দুইজনকে আটক করে পুলিশ। আটক জুনায়েদ সর্দার ও মোঃ শয়ন দুজনেই কামরাঙ্গীরচর থানা এলাকার বাসিন্দা। এদের মধ্যে জুনায়েদের...