বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান আল্লাহ আমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নব্বইয়ের স্বৈরাচার পতন আন্দোলনে নাজির উদ্দিন জেহাদ শহীদ হন। নব্বইয়ের ওই গণআন্দোলনে এরশাদ সরকারের পতন হয়েছিল। এরই ধারাবাহিকতায় চব্বিশের গণআন্দোলনে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। দেশের জনগণ আর কোনো স্বৈরাচারী সরকারকে দেখতে চায় না।শহীদ জেহাদ দিবস উপলক্ষে শুক্রবার (১০ অক্টোবর) সকালে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে রাজধানীর দৈনিক বাংলা মোড়স্থ জেহাদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।আমান বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন- আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের ধারা ফিরে আসবে।এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,...