যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রবিবার (১২ অক্টোবর) মিশরে গাজা শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন। ট্রাম্প আশা প্রকাশ করেছেন, নতুন এ চুক্তি এই অঞ্চলে ‘স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠা করবে। শুক্রবার (১০ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ট্রাম্প বলেন, ইসরায়েলের সংসদ নেসেটের স্পিকার আমির ওহানা তাকে আইনসভায় ভাষণ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। ২০০৮ সালের পর এটিই হবে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের নেসেটে ভাষণ। গাজা চুক্তিটি আরব ও পশ্চিমা দেশগুলোর ব্যাপক সমর্থন পেয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা একে ট্রাম্পের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন। অনেকের মতে, এটি বৃহত্তর মধ্যপ্রাচ্যে পুনর্মিলনের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চুক্তি প্রক্রিয়ায় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তারা জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন...