বিষয়টি চলচ্চিত্র অঙ্গন এবং সোশাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এর আগেও একদিন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি বিজয়ের বাড়িতে ঢুকে পড়েছিল। তখন থেকেই অভিনেতার বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়। গত মাসে তামিলনাড়ু রাজ্যে বিজয়ের সমাবেশে পদদলনে ৪০ জনের মৃত্যু হয়। এই ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়। তিন দশক ধরে বিজয় তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা। সিনেমায় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেন তিনি। তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) নামে দল গড়ে গত বছরের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। এদিকে বিজয়ের নতুন সিনেমা ‘জানা নায়গন’ শিগগিরই মুক্তির কথা রয়েছে। হ. ভিনোথ পরিচালিত এই...