নির্মাতা ও অভিনেতা ঋষভ শেঠি আবারও প্রমাণ করেছেন, বক্স অফিসে রাজত্ব করা তার জন্য সাধারণ বিষয়। ২০২২ সালে ব্লকবাস্টার ‘কানতারা’র পর, ঋষভ শেঠি সিনেমার সিক্যুয়েল দিয়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছেন। ঋষভ ‘কানতারা’র সিক্যুয়েল নির্মাণে তিন বছর সময় নিয়েছেন। ২০২২ সালের পর, ‘কানতারা’র দ্বিতীয় অংশ মুক্তি পায় চলতি বছরের ২ অক্টোবর। মানুষ আশা করেছিল সিনেমাটি দারুণ কিছু নিয়ে আসবে এবং তা হয়েছে। ‘কানতারা চ্যাপ্টার ১’ অনেক বড় সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। ‘কানতারা চ্যাপ্টার ১’ মুক্তি পাওয়ার পর আট দিন হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ‘কানতারা চ্যাপ্টার ১’র পরিসংখ্যান জানা গেছে। ঋষভ শেঠি নির্মিত ‘কানতারা চ্যাপ্টার ১’র গল্প দর্শকদের মনে দাগ কেটেছে। ঋষভ ‘কানতারা’র লেখক, পরিচালনা এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ঋষভ ৫ হাজার বছরেরও বেশি পুরনো কিংবদন্তির উপর ভিত্তি করে একটি গল্প...